হোম > সারা দেশ > টাঙ্গাইল

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে আটকে পড়া রবিউলকে উদ্ধারের দাবি পরিবারের

টাঙ্গাইল প্রতিনিধি

ইউক্রেনের বন্দরে আটকে পড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে কর্মরত রবিউল আওয়ালকে (৩২) উদ্ধারের দাবি জানিয়েছে তাঁর পরিবার। রবিউলকে প্রাণে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে তাঁর পরিবার। ১১ দিন যাবৎ রবিউল ওই জাহাজে আটকে আছেন বলে জানিয়েছেন তাঁর বাবা হোসেন আলী। 

রবিউল ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার। তাঁর বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাহাড়পুর গ্রামে। 

রবিউলের বড় ভাই ডা. আব্দুল আজিজ জানান, প্রায় ছয় মাস যাবৎ রবিউল ওই জাহাজে কর্মরত আছে। গত ২২ ফেব্রুয়ারি থেকে সে ইউক্রেনের বন্দরে আটকা পড়ে আছে। গতকাল বুধবার সে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজের মাধ্যমে জানায়, তাদের জাহাজে রকেট হামলা হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে। 

আবদুল আজিজ বলেন, ‘আমরা বাংলাদেশ শিপিং করপোরেশনে ফোন দিয়ে খবর নিয়েছি। রবিউল সুস্থ আছে। কিন্তু রবিউলের বিষয়ে তারা আর কোন তথ্য দিতে পারছে না। আমরা সরকারে কাছে রবিউলসহ সব নাবিককে উদ্ধারের দাবি জানাচ্ছি।’ 

রবিউলের বাবা হোসেন আলী বলেন, ‘আমার ছেলে ইউক্রেনের বন্দরে আটকা পড়েছে। আমি সরকারের কাছে আবেদন জানাই, আমার ছেলেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হোক।’ 

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি, দ্রুতই রবিউলসহ যারা আটকা পড়েছে, তাদের দেশে ফিরিয়ে আনা হবে।’ 

টাঙ্গাইলে ৯ মাসে সাপের কামড়ের শিকার ১,২৭৮ জন

সখীপুরে ধর্ষণ মামলায় শ্রমিক দলের নেতা কারাগারে

সখীপুরে শ্রমিক দল নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কাঠের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার

সখীপুরে ট্রান্সফরমার চোর ধরতে পুরস্কার ঘোষণা

টাঙ্গাইলে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ভেঙে লক্ষাধিক মানুষের ভোগান্তি

মির্জাপুরে কমিউনিটি ক্লিনিক বছরের চার মাস থাকে পানিতে ডুবে

টাঙ্গাইলের মধুপুর: ঘুষ ছাড়া হয় না নিবন্ধন

টাঙ্গাইলে বন ঘিরে ৩০৭ অবৈধ করাতকল

ক্ষমা না চাইলে জামায়াত ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত নেতাকে পাশে বসিয়ে কাদের সিদ্দিকী