হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঘাটাইলে জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে জমিসংক্রান্ত বিরোধের জেরে কহিনূর মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে। 

নিহত কহিনূরের ছেলে জুয়েল রানা বলেন, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের উত্তর ধলাপাড়া গ্রামের সামী চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে তাঁদের বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যার দিকে একই গ্রামের বাজেয়িদ, তারা মিয়া ও ইসমাইল তাঁর বাবা কহিনূরকে বায়েজিদের বাড়িতে ডেকে নিয়ে য়ান। 

সেখানে সামি চৌধুরীসহ অন্যদের সঙ্গে কহিনূরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ধলাপাড়া বাজারে পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

ধলাপাড়া ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, আহত কহিনূর মিয়াকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, জমিসংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের আঘাতে কহিনূর নামে এক ব্যক্তি মারা গেছেন বলে মৌখিক অভিযোগ পেয়ে রাত সাড়ে নয়টার দিকে লাশ থানা নিয়ে আসা হয়েছে। মামলা এখনো প্রক্রিয়াধীন। মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত