হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে প্রবাসীর লাখ টাকা ফেরত দিল দুই ছাত্রী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে এক প্রবাসীর হারিয়ে যাওয়া এক লাখ টাকা ফেরত দিয়েছে মারিয়া (১১) ও রাবিয়া (১২) নামের দুই মাদ্রাসাছাত্রী। তারা উপজেলার কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এ কাজের জন্য তারা এলাকায় ও মাদ্রাসায় প্রশংসিত হচ্ছে।

আজ বুধবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। শিশু মারিয়া আড়াইপাড়া গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে এবং রাবিয়া একই এলাকার রহিম বাদশার মেয়ে।

স্থানীয়রা বলছেন, বুধবার সকালে মারিয়া ও রাবিয়া বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে এক লাখ টাকার একটি বান্ডিল কুড়িয়ে পায়। এ সময় তারা টাকার প্রকৃত মালিক খুঁজে পেতে আশপাশের লোকজনকে জিজ্ঞেস করতে থাকে। অন্যদিকে টাকা হারিয়ে প্রবাসী আশরাফ (৩৮) দিগ্‌বিদিক খোঁজাখুঁজি করে মাদ্রাসার দুই শিক্ষার্থী টাকা পেয়েছে বলে জানতে পারেন। পরে ওই দুই ছাত্রী সবার সামনেই প্রবাসী আশরাফের হাতে টাকাগুলো তুলে দেন।

প্রবাসী আশরাফ বলেন, ‘আমি সকালে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলাম। কিন্তু পথে কখন যে টাকাগুলো পড়ে যায় বুঝতে পারিনি। আমার ভাগ্য ভালো, টাকাগুলো কোমলমতি শিক্ষার্থীদের হাতে পড়েছিল। আমি দুই ছাত্রীর সততায় মুগ্ধ হয়ে তাদের তিন হাজার টাকা পুরস্কার দিয়েছি।’

স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন আজমিশ ও আব্দুল লতিফ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আজকাল টাকা পেয়ে ফেরত দেওয়ার দৃষ্টান্ত দেখা যায় না। অথচ ওই দুই মেয়ে এতগুলো টাকা ফেরত দিয়েছে। এটা অবশ্যই সমাজের জন্য শিক্ষণীয় এবং অনন্য দৃষ্টান্ত। ওই দুই শিক্ষার্থীর এলাকাবাসী হিসেবে আমরা গর্ববোধ করছি।’

এ ঘটনার বিষয়ে কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের গুলজারী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিষ্ঠানের দুই ছাত্রীর সততায় আমরা গর্বিত। আজ মনে হচ্ছে, আমরা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাটা দিতে পারছি।’

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ