হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে অপহরণ করে চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

গ্রেপ্তার হওয়া ছয়জন। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুরে এক ব্যক্তিকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে এক নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওই নারী ভুক্তভোগীর স্ত্রী।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া গ্রাম থেকে অপহৃত আব্দুর রহিমকে উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তবে চক্রের মূল হোতা রাকিব হোসেন (১৮) পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মীর দেওহাটা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে হাসান মোল্লা (৩৪), মৃত আতোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫), রহিম সিকদারের ছেলে জহিরুল ইসলাম (২৪), কোদালিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে মো. রানা (২০), বহুরিয়া গ্রামের মঙ্গল সিকদারের ছেলে আরিফ (৩৩) এবং গাজীপুর জেলার কালিয়াকৈরের তালচানা গ্রামের আকলিমা বেগম (৪০)।

পুলিশ জানায়, একসময় একটি ইটভাটায় কাজ করার সময় আকলিমা ও আব্দুর রহিমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাঁরা বিয়ে করেন। পরে ইটভাটার কার্যক্রম বন্ধ হয়ে গেলে আব্দুর রহিম নিজ এলাকায় ফিরে যান। সেখানে তাঁর আরও এক স্ত্রী রয়েছে। প্রায় ছয়-সাত মাস ধরে আকলিমার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন রহিম।

পরে আকলিমা তাঁকে শায়েস্তা করতে পরিকল্পনা করেন। তিনি ফোন করে রহিমকে মির্জাপুরে আসতে বলেন। রহিম তাঁর ভাড়া বাসায় আসার পরপরই রাকিবের নেতৃত্বে অন্যরা তাঁকে মারধর করেন এবং পালপাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে জিম্মি করেন। এরপর রহিমের স্বজনদের ফোন করে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

অপহৃত রহিমের স্বজনেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায় এবং রহিমকে উদ্ধারসহ ছয়জনকে গ্রেপ্তার করে।

ওসি রাশেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এলাকায় মাদকবিরোধী কমিটির নেতৃত্ব দিতেন। তবে গোপনে তাঁরা অপহরণ, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে আজ আদালতে পাঠানো হয়েছে।

ইসির ভেতরে ভূত লুকিয়ে আছে, এটা জানতাম না: আযম খান

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে কনস্টেবল গুলিবিদ্ধ

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার