হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে রেলওয়ে পুলিশের সদস্যরা তাঁদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে সাগর (৩৫) এবং একই জেলার আহাম্মদপুর গ্রামের লিয়াকতের ছেলে সজীব (৩৩)।

গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান দুজন।

স্থানীয়রা জানান, গভীর রাতে ঢাকা-বঙ্গবন্ধু সেতূ-পূর্ব মহাসড়কের হাতিয়া এলাকায় পাবনাগামী একটি প্রাইভেট কারকে অজ্ঞাত একটি পরিবহন চাপ দেয়। এতে প্রাইভেট কারটি মহাসড়কের পাশে পড়ে যায়। পরে প্রাইভেটকারটির দুজন আরোহী তাঁদের গাড়িটি মহাসড়কে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে লেললাইনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময়  ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। পরে সকালে রেলওয়ে পুলিশ (জিআরপি) খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বলেন, সকালে দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন