হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে রেলওয়ে পুলিশের সদস্যরা তাঁদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে সাগর (৩৫) এবং একই জেলার আহাম্মদপুর গ্রামের লিয়াকতের ছেলে সজীব (৩৩)।

গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান দুজন।

স্থানীয়রা জানান, গভীর রাতে ঢাকা-বঙ্গবন্ধু সেতূ-পূর্ব মহাসড়কের হাতিয়া এলাকায় পাবনাগামী একটি প্রাইভেট কারকে অজ্ঞাত একটি পরিবহন চাপ দেয়। এতে প্রাইভেট কারটি মহাসড়কের পাশে পড়ে যায়। পরে প্রাইভেটকারটির দুজন আরোহী তাঁদের গাড়িটি মহাসড়কে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে লেললাইনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময়  ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। পরে সকালে রেলওয়ে পুলিশ (জিআরপি) খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বলেন, সকালে দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা