হোম > সারা দেশ > টাঙ্গাইল

নতুন বউ দেখার বায়না বখাটেদের, বাধা দেওয়ায় বরের ভাইকে পিটিয়ে হত্যা

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

গত ২৫ আগস্ট বিয়ে করে ঘরে নতুন বউ আনেন টাঙ্গাইলের গোপালপুরের হাসান আলীর ছেলে সুজন। নতুন বউ দেখার বায়না ধরে এলাকার বখাটেরা। কিন্তু সুজনের বাড়ির লোকজন বউ দেখাতে রাজি না হলে এর জেরে পরদিন ২৬ আগস্ট বখাটেরা হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন বরের আপন ভাই মোবারক হোসেন ও চাচাতো ভাই একাব্বর হোসেন। 

আজ বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বরের আপন ভাই মোবারক হোসেনের মৃত্যু হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভার মধুপুর ভট্র এলাকার হাসান আলীর ছেলে সুজন গত ২৫ আগস্ট বিয়ে করে ঘরে নতুন বউ আনেন। মেহেদি পরা সেই নতুন বউকে প্রথম দেখার বায়না ধরে ওই এলাকার মনির, সজীব ও নয়নসহ ৮-৯ জন বখাটে। কিন্তু সুজনের বাড়ির লোকজন বউ দেখাতে রাজি না হলে বখাটেরা পরদিন ২৬ আগস্ট হামলা চালায়। 

গ্রামের মাতব্বর আনসার আলী জানান, বখাটেরা বউ দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে হামলা করে। গত ২৬ আগস্ট বর সুজনের চাচাতো ভাই একাব্বর হোসেনকে বাড়ির পাশে একা পেয়ে মারপিট শুরু করে। এতে সুজনের বড় ভাই মোবারক হোসেন একাব্বরকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। এতে তাঁরা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মোবারকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। 

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘থানায় মামলা দায়ের হয়েছে। আসামি মনিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড

পেটের ভেতর ৩৯৪৩ ইয়াবা