হোম > সারা দেশ > টাঙ্গাইল

শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু দেশকে নিঃস্ব করে গেছেন: আহমেদ আযম খান

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সখীপুরে কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আহমেদ আযম খান। আজ শনিবার দুপুরে। ছবি: আজকের পত্রিকা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু দেশকে নিঃস্ব করে দিয়ে গেছেন। তিনি বলেন, ‘প্রায় ১৭ বছরটি বাংলাদেশে একটি কালো অধ্যায় ছিল। ফ্যাসিস্ট মাফিয়া শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। তিনি যেমন করে আমাদের ভোটের অধিকার ও গণতন্ত্র হরণ করেছিলেন, ঠিক তেমনিভাবেই বাংলাদেশের সম্পদও লুটে নিয়েছিলেন। দেশের ব্যাংকগুলোকে খালি করে দিয়েছিলেন।’

আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গড়বাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাঁকড়াজান ইউনিয়ন বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আযম খান এসব কথা বলেন।

আযম খান বলেন, ‘পৃথিবীর ইতিহাসে এটি একটি বিরল ঘটনা যে একটি সরকারের উদ্যোগে একটি দেশ লুট হয়ে যায়! সরকারি হিসাব অনুযায়ী ব্যাংক থেকে ২৮ লক্ষকোটি টাকা লুট হয়ে গেছে। এই পরিমাণ টাকা কাছাকাছি পাঁচ বছরের বাংলাদেশের বাজেট। অন্যদিকে বেসরকারি হিসাবে প্রায় ৪০ লক্ষকোটি টাকা পাচার হয়েছে। অর্থাৎ দেশটাকে একেবারে দেউলিয়া করে জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছেন।’

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বন বিভাগের দীর্ঘদিনের দ্বন্দ্ব প্রসঙ্গে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘বন বিভাগের কর্মকর্তাদের স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, যে জায়গায় বন করতে চান, তা আপনাদের নয়, ওই জমিগুলো সখীপুরের মানুষের। যারা ওই জমিতে শত শত বছর ধরে বসবাস করছেন। আপনারা বনের জায়গায় বনায়ন করেন, আমরা এতে সহযোগিতা করব। কিন্তু সখীপুরের মানুষের বসবাসের জমি ও চাষের জমিতে বনায়ন করতে দেওয়া হবে না। বিএনপি ক্ষমতায় গেলে এই এলাকার মানুষের মরণফাঁদ একটি কালো আইন বাতিলের জন্য উদ্যোগ নেওয়া হবে।’

কর্মিসভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর হাশেম, এস এম সবুর রেজা, আকবর আলী, কাঁকড়াজান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমীর হামজা, সদস্যসচিব মুজাম্মেল হক প্রমুখ বক্তব্য দেন। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে কনস্টেবল গুলিবিদ্ধ

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু