হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম (৪৮) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর গ্রামের একটি লেবু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

সালাম ওই এলাকার মৃত আমির আলীর ছেলে এবং স্থানীয় হাসানগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদির দোকান চালাতেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যবসায়ী আব্দুস সালাম বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু তিনি আর বাড়ি ফিরেননি।

পরে আজ বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে একটি লেবু বাগানে তাঁর লাশ পাওয়া যায়। খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সালামের স্ত্রী বাছাতন বেগম জানান, ‘আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। কী কারণে তাঁকে এভাবে মরতে হইলো। আমি এর সঠিক তদন্ত চাই। এ ঘটনার বিচার চাই।’

ওসি জাকির হোসেন বলেন, ‘এ নির্মম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করবে।’

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন