হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে জেমসের কনসার্টে শতাধিক মোবাইল ফোন চুরি

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ব্যান্ড তারকা জেমসের কনসার্ট। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলে বিন্দুবাসিনী বালক উচ্চবিদ্যালয়ের ২০২৫ সালের বিবিএফসি ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে কয়েক হাজার দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন ব্যান্ড তারকা জেমস। গতকাল বুধবার রাতে শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়।

জেমসের গান শুনতে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হন। এতে কার্যত শহরের চলাচল ব্যাহত হয়। মঞ্চে র‍্যাম্প প্রদর্শন করেন অংশগ্রহণকারী দলের অধিনায়কেরা।

এদিকে অনুষ্ঠানে শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বুধবার বেলা তিনটা পর্যন্ত ১১০টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত করেছে টাঙ্গাইল মডেল থানার পুলিশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

ট্রফি ও জার্সি প্রদর্শনের পর নগর বাউল জেমস গান পরিবেশন করেন। রাত ৯টার দিকে তিনি মঞ্চে ওঠেন। এ সময় দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

এদিকে কনসার্ট চলাকালে শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। সাংবাদিক নাঈম খান রাব্বি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় আমার মোবাইল চুরি হয়েছে। আমার ভাগনের ফোনটিও খোয়া গেছে।’

প্রিন্স কাব্য নামের এক দর্শক বলেন, ‘আমি স্টেডিয়ামে প্রবেশ করার সময় হঠাৎ কয়েকজন ইচ্ছা করে ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলি শুরু করে। সেই ভিড়ের মধ্যেই একজন আমার পকেটে হাত দিয়ে মোবাইল ফোনটি নিয়ে যায়। পরে থানায় গিয়ে জিডি করি। আশ্চর্যের ব্যাপার, সেখানে গিয়ে দেখি, ৫০ জনের বেশি মানুষ মোবাইল চুরি হওয়ায় জিডি করতে এসেছেন।’

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিলেন। মোবাইল চুরির ঘটনায় বুধবার বেলা তিনটা পর্যন্ত ১১০টি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

ইসির ভেতরে ভূত লুকিয়ে আছে, এটা জানতাম না: আযম খান

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে কনস্টেবল গুলিবিদ্ধ

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার