হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে জমির বিরোধে ১ জনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় রফিকুলের এক ভাই আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

আজ সোমবার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর হলিদ্রাচালা গ্রামে এ ঘটনা ঘটে।

রফিকুল ইসলাম হলিদ্রাচালা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। হামলায় রফিকুলের বড় ভাই শামসুল আলম আহত হয়েছেন। তিনি মুক্তখবর নামের একটি পত্রিকার সাংবাদিক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহতের চাচাতো ভাই আয়নাল মিয়া (৬০) ও তাঁর স্ত্রী সেলিনা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শামসুল আলমের ছোট ভাই রফিকুল ইসলাম বাড়ির পাশের জমিতে কিছু গাছের চারা লাগাতে যান। এতে তাঁর চাচাতো ভাই আয়নাল এবং তাঁর স্ত্রী সেলিনা তাঁকে বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আয়নাল ও সেলিনা তাঁকে মারধর করলে তিনি লুটিয়ে পড়েন। এ সময় তাঁর চিৎকারে শামসুল আলম এগিয়ে গেলে তাঁকেও মারধর করেন আয়নাল। পরে রফিকুলকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে রফিকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযান চালিয়ে আয়নাল এবং তাঁর স্ত্রী সেলিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই সাংবাদিক শামসুল আলম বাদী হয়ে আয়নাল এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন