হোম > সারা দেশ > টাঙ্গাইল

গভীর রাতে মওলানা ভাসানীর মাজারে নাহিদ ইসলাম

টাঙ্গাইল প্রতিনিধি 

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে টাঙ্গাইলের সান্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে টাঙ্গাইলের সান্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন। এ সময় তাঁর সঙ্গে মাওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী সঙ্গে ছিলেন। জিয়ারত শেষে মোনাজাতে নাহিদ ইসলাম দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন।

জানা গেছে, সোমবার জামালপুর ও ময়মনসিংহে জুলাই পথযাত্রা করেন এনসিপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এ জন্য সফরে থাকা দলটির নেতার গতকাল রাতেই টাঙ্গাইলে আসেন। তাঁরা পৌঁছে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে এনসিপির টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হয়েছে বলে দলটির আহ্বায়ক জানিয়েছেন।

মাজার জিয়ারত শেষে ভাসানীর মাজার চত্বরের দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, ‘মওলানা ভাসানী কৃষক-শ্রমিক মেহনতী মানুষের জন্য দেশ গড়তে চেয়েছিলেন। তিনি ব্রিটিশ আধিপত্যবাদের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন। মওলানা ভাসানী বাংলাদেশের জনগোষ্ঠীকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে পরিচিত করিয়েছেন। তিনি ছিলেন রবুবিয়াতের প্রবক্তা। ভাসানী ছিলেন ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক।’

নাহিদ আরও বলেন, ‘মওলানা ভাসানী যে রাজনীতি করেছেন, কৃষক-শ্রমিক মেহনতি মানুষের কল্যাণে এনসিপি তাঁরই পথ অনুসরণ করে ভবিষ্যতে কৃষক-শ্রমিক মেহনতি মানুষের বাসযোগ্য দেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি টাঙ্গাইল পৌঁছে তাঁর মাজারে আসা প্রথম দায়িত্ব মনে করেছি। এ জন্য মওলানা ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হলো।’

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে কনস্টেবল গুলিবিদ্ধ

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু