হোম > সারা দেশ > টাঙ্গাইল

‘বাড়িত যাইয়্যা পোলার মুখ দেখলে সব কষ্ট শ্যাষ’

গোলাম ওয়াদুদ, টাঙ্গাইল থেকে

ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঈদ যাত্রার শেষ দিনেও সড়কের করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকায় কোথাও থেমে থেমে আবার কোথাও ধীর গতিতে চলছে যানবাহন। 

তবে ঈদ আনন্দ পরিবারের সঙ্গে উপভোগ করতে শত কষ্ট সহ্য করেও বাড়ির পথে গার্মেন্টস কর্মী ময়না খাতুনের মতো ঘরমুখী মানুষজন। কোনাবাড়ি থেকে সিরাজগঞ্জ যাচ্ছেন ময়না খাতুন। তিনি বলেন, ‘রাত ৩টায় গাড়িতে উঠছি, একটু গাড়ি চলার পর জ্যামে বসে আছি। কতক্ষণে বাড়ি যামু কইতে পারি না। বাড়িত যাইয়্যা পোলার মুখ দেখলে সব কষ্ট শ্যাষ।’ 

ময়না বলেন, ‘বাড়িতে পোলা কানতেছে। আব্বা, আম্মা অপেক্ষা করতেছে আমার জন্য। পোলা কাল থাইকা রাগ কইরা কথা কয় না। বাড়িতে গেলে শান্তি লাগব। এত কষ্ট, দুর্ভোগ হচ্ছে কিন্তু বাড়িত যাইয়া পোলার মুখ দেখলে সব কষ্ট শ্যাষ হইব। তাড়াতাড়ি বাড়ি যেতে পারলেই বাঁচি।’ 

সরকারি চাকরি করেন আব্দুল করিম। তিনি ক্ষোভ প্রকাশ করলেন প্রশাসনের ওপর। তিনি বলেন, ‘এই যে আমাদের দুর্ভোগ এটা কিন্তু এইবার নয়, প্রতি ঈদেই দুর্ভোগ। প্রশাসন চাইলে সব ঠিক করতে পারে। কিন্তু তাদের আন্তরিকতার অভাবে আমাদের দুর্ভোগ পোহাতে হয় প্রতিবছর।’ 

বান্দরবান থেকে রংপুর যাচ্ছেন আমিন হোসেন। তিনি বলেন, ‘ঈদে বাড়ি যাওয়ার শখ মিটে গেছে। গতকাল (শুক্রবার) দুপুরে গাড়িতে উঠেছি এখনো সেতু পার হতে পারলাম না। বিরক্ত হয়ে ড্রাইভারকে বলেছি আবার চট্টগ্রাম ফিরে যেতে। এমন যাত্রা আর ভালো লাগে না।’ 

বাকের হোসেন নামের একজন বলেন, ‘না আসলেই ভালো হত। কিন্তু পরিবারের সঙ্গে এই দিন দেখা না করলেও ভালো লাগে না।’ 

জানা যায়, মহাসড়কের পাশে বিভিন্ন জায়গায় গরুর হাট বসায় গত বৃহস্পতিবার থেকে সড়কে বেড়েছে দুর্ভোগ। গরু বহনকারী ট্রাকের চাপও রয়েছে। এ ছাড়া ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় বিকল হয়ে যাওয়ায় যানজট বাড়ছে। 

একটি বেসরকারি পরিবহনের চালক আনিছ বলেন, ‘শুধু যাত্রীদের দুর্ভোগ হচ্ছে তা নয়। আমাদেরও অনেক কষ্ট হচ্ছে। একবার যাত্রী রেখে ঢাকায় এসে আবার যাত্রী নিয়ে যাচ্ছি। একটু বিশ্রামও নিতে পারি নাই। সড়কে শৃঙ্খলা ফিরলে আমাদের কষ্টও কমে যাবে।’ 

যানজটের কারণ জানতে চাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শুক্রবার ভোর রাত থেকে সিরাজগঞ্জ সড়কে গাড়ি আটকে ছিল তাই টোল আদায় চার থেকে সাড়ে চার ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।। এ কারণে এত বড় যানজটের তৈরি হয়েছে। এখন টোল আদায় আবারও শুরু হয়েছে। সড়কের অবস্থা কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হবে।

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে কনস্টেবল গুলিবিদ্ধ

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু