হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার মালাউরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা সবাই পিকআপে ছিলেন। তাঁরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আক্তার আলীর ছেলে রবিজল সেক (২৮), একই গ্রামের শাহাজল সেক (৪২), পিকআপচালক ইসলামপুর উপজেলার হেকমত আলীর ছেলে সুজন মিয়া (২৫) ও হেলপার একই উপজেলার কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন (২৮)। নিহত রবিজল সেক ও শাহাজল সেক ঢাকায় সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মালাউরি এলাকায় ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় দুজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, মধুপুরের মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে।

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে কনস্টেবল গুলিবিদ্ধ

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু