হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে যৌনপল্লিতে আগুন, পুড়ল ঘর ও দোকানপাট

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় যৌনপল্লিতে আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের একটি যৌনপল্লিতে আগুন লেগে ১২টি থাকার ঘরসহ কয়েকটি দোকানপাট পুড়ে গেছে। আজ শনিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

জানা গেছে, বেলা সাড়ে ১১টাকার দিকে একটি ঘরের গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নার কাজ করা হচ্ছিল। এ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এই আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। সেখানকার লোকজন পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বেশ কয়েকটি ঘর ও দোকান পুড়ে যায়। ঘরে থাকা টাকা, আলমারি, টিভি, ফ্রিজ, শোকেজ, বইপত্রসহ নানা আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষতিগ্রস্ত বাসিন্দা শুকুর, সালমা, লাল মিয়া, সন্ধ্যা ও আলো বলেন, ‘হঠাৎ করেই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। পরে তা মুহূর্তেই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা টাকাপয়সা ও আসবাবপত্র সব পুড়ে গেছে। আমাদের এখন থাকার জায়গা নেই। সরকারের কাছে দাবি, আমাদের যেন নতুন করে থাকার ব্যবস্থা করে দেয়।’

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার এস এম হুমায়ন কার্নায়েন বলেন, ‘বেলা ১১টার দিকে খবর আসে পৌর শহরের কান্দাপাড়া যৌনপল্লিতে আগুন লেগেছে। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরও বলেন, ১২টি ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না।

এদিকে, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন