হোম > সারা দেশ > টাঙ্গাইল

ছেলের হাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

গ্রেপ্তার ইউনুস মণ্ডল। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা (৬০)। তিনি মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ছেলে ইউনুস মণ্ডল নেশাগ্রস্ত। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি না থাকা সত্ত্বেও কোনো কাজ করেন না। এ নিয়ে মায়ের সঙ্গে মাঝেমধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কোনো একসময় মা-ছেলের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। তুচ্ছ ঘটনায় উত্তেজিত হয়ে বসতঘরের ভেতরে ইউনুস বাঁশের লাঠি দিয়ে তাঁর মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক তদন্ত সালাহ উদ্দিন জানান, মাদকাসক্ত ছেলে তুচ্ছ ঘটনায় উত্তেজিত হয়ে বাঁশের লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস মণ্ডল জানিয়েছেন। আজ শনিবার নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে তাঁর ছোট ভাই ইউনুস মণ্ডলকে আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল