হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে কুটুম পাগলার মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

আজ রোববার সখীপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত কুটুম পাগলার ভক্তদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে পাগল কুরবান আলী চিশতি ওরফে কুটুম পাগলার মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন তাঁর ভক্তরা। আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন কুটুম পাগলার ভক্তরা।

স্থানীয় বাসিন্দা ও কুটুম পাগলার ভক্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ২২ বছর আগে উপজেলার কাকড়াজান ইউনিয়নের আদানি ভূয়াইদ গ্রামে পাগল কুরবান আলী চিশতি নামের এক ব্যক্তি মারা যান। স্থানীয়ভাবে তিনি কুটুম পাগলা নামে পরিচিত ছিলেন। তাঁর মাজারকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ প্রতি বছর ডিসেম্বরের ১২ তারিখে (মাঝামাঝি সময়ে) শিরনি বিতরণ করেন। গত কয়েক বছর ধরে ওই মাজার এলাকায় তিন দিনব্যাপী বাৎসরিক মেলার আয়োজন করা হয়। মেলায় লালনগীতি ও বাউলগানের আসর বসে। এসব আয়োজনে প্রতিরাতে ব্যাপক মানুষের আনাগোনা দেখা যায়। তবে এ সময় কিছু পাগল ভক্ত মদ-গাঁজার আসর বসায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ বছর ডিসেম্বরের শুরু থেকেই মেলা বন্ধের দাবিতে স্থানীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে রোড মার্চ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করে আসছেন স্থানীয় আলেম সমাজ। তাঁদের অভিযোগ-মেলার নামে ওই কুটুম পাগলার মাজার এলাকায় মদ, জুয়া ও গাঁজার আসরসহ নানা রকম অপকর্ম চলে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এবার মেলার অনুমোদন দেয়নি।

গত ৬ ডিসেম্বর উপজেলার হামিদপুর বাজারে মেলার বিরুদ্ধে স্থানীয় সচেতন নাগরিক সমাজের মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

কিন্তু আজ রোববার দুপুরে কুটুম পাগলার ভক্ত-আশেকানেরা মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেন। মানববন্ধনে স্বল্প পরিসরে হলেও মেলাটি চালু রাখার দাবি জানান তাঁরা। ভক্তদের দাবি-মৌলবাদী গোষ্ঠীর হুমকির পরিপ্রেক্ষিতে মেলাটি বন্ধ করা হয়েছে। মেলায় কোনো রকম অপকর্ম চলে না। এখানে দীর্ঘদিনের গ্রামীণ ঐতিহ্যের লালনগীতি ও বাউল গান পরিবেশন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম করতে হলে প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়। কিন্তু নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ বছর কুটুম পাগলার মেলার অনুমোদন দেওয়া হয়নি। ভক্তরা স্মারকলিপি দিয়েছেন, তাঁদের দাবিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।’

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে কনস্টেবল গুলিবিদ্ধ

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু