হোম > সারা দেশ > টাঙ্গাইল

যমুনায় জেলের জালে ৩৮ কেজির বাগাড়, বিক্রি ৪৮ হাজার টাকায়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

যমুনায় জেলের জালে ধরা বাগাড়। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বাগাড় মাছ। আজ শনিবার সকালে বিশাল আকৃতির বাগাড় মাছটি উপজেলার গোবিন্দাসী ঘাট মাছ বাজারে উঠলে ৪৮ হাজার টাকায় বিক্রি হয়।

জানা গেছে, সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকার এক জেলে সহযোগীদের সঙ্গে নিয়ে গতকাল শুক্রবার রাতে যমুনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় তাঁদের জালে বিশাল আকৃতির এই বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি তাঁরা আজ শনিবার সকালে ভূঞাপুরের গোবিন্দাসী মাছ বাজারে নিয়ে আসেন। মাছের দাম হাঁকা হয় ৬০ হাজার টাকা। পরে তা উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছ ব্যবসায়ী আব্দুল হালিম ৪৮ হাজার টাকায় কিনে নেন। বাগাড় মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়।

মাছ বিক্রেতা বলেন, ‘নদ-নদীতে মাছ ধরে বিক্রি করা আমার পেশা। এত বড় মাছ নদীতে সব সময় ধরা যায় না। অনেক দিন পর এত বড় মাছ ধরতে পেরে আমি খুবই খুশি।’

মাছ ব্যবসায়ী আব্দুল হালিম বলেন, ‘সিরাজগঞ্জের এক লোক মাছটি বিক্রির জন্য গোবিন্দাসী ঘাট বাজারে নিয়ে এলে আমি বিক্রির জন্য ৪৮ হাজার টাকা দিয়ে কিনছি। মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করব।’

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বুদ্দু মিয়া আজকের পত্রিকাকে বলেন, কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। গোবিন্দাসী ঘাট বাজারে মাঝেমধ্যে এমন বড় মাছ পাওয়া যায়। সকালে মাছটি বাজারে তোলা হলে ৪৮ হাজার টাকায় বিক্রি হয়।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন