হোম > সারা দেশ > টাঙ্গাইল

মধুপুরে প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় ফার্মেসিতে হামলা, প্রতিবাদে ধর্মঘট

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গতকাল শনিবার রাতে ফার্মেসিতে হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় দোকানে (ফার্মেসি) হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার প্রতিবাদে ঘটনার পর থেকে মধুপুরের সব ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন ব্যবসায়ীরা। তবে আজ রোববার সকাল থেকে সব ধরনের দোকান খুললেও ওষুধের দোকান বন্ধ রয়েছে।

মধুপুর কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ খান জানান, সন্ধ্যার দিকে কয়েক যুবক ময়মনসিংহ রোডের সোহাগ ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ কিনতে আসেন। দোকানমালিকের ছেলে সোহাগ মিয়া তাঁদের কাছে ওষুধ বিক্রি করতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির হয়। খবর পেয়ে দোকানের মালিক মো. ফজলুল হক এসে তাঁর ছেলেকে বাসায় পাঠিয়ে দেন।

আব্দুর রশিদ খান জানান, রাত পৌনে ৮টার দিকে একদল যুবক এসে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালান। তাঁদের হামলায় দোকানমালিক মো. ফজলুল হক গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফজলুল হক বলেন, আঙিনাপাড়ার মাহফুজ, মিরাজ, রিফাতসহ একদল যুবক এসে অতর্কিত হামলা চালান। আমাকে বেধড়ক মারধর করা হয়। দোকান থেকে ১ লাখ ৬০ হাজারের বেশি টাকা ও বেশ কিছু ওষুধ লুট করে নিয়ে যান হামলাকারীরা।

ব্যবসায়ীর ওপর হামলার খবর পেয়ে মধুপুর শিল্প ও বণিক সমিতির নেতারা তাৎক্ষণিকভাবে মধুপুরের সব দোকানপাট বন্ধ করে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সংগঠনের সহসভাপতি এনামুল হকের সভাপতিত্বে বাসস্ট্যান্ডের আনারস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নুসহ অনেকেই বক্তব্য দেন।

টাঙ্গাইলের মধুপুরে গতকাল শনিবার রাতে ফার্মেসিতে হামলার প্রতিবাদে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা

এদিকে মধুপুর ড্রাগিস্টস্ ও কেমিস্টস্ সমিতির সভাপতি আব্দুস সালাম তাৎক্ষণিক জরুরি সভা করে মধুপুরের সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। আজ রোববার উপজেলার ওষুধ ব্যবসায়ীদের নিয়ে প্রতিবাদ সভা আহ্বান করা হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের দোকানপাট খোলার অনুরোধ জানানো হয়েছে।’

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে কনস্টেবল গুলিবিদ্ধ

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু