টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে বঙ্গবন্ধু রেল সংযোগ সড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমা বেগম (৩২) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার রায় গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী। তিনি গোড়াই উত্তর নাজিরপাড়া এলাকার আব্দুর রহিমের বাড়িতে ভাড়ায় বাস করে গোড়াই শিল্পাঞ্চলে নাহিদ কটন মিলে চাকরি করতেন।
গোড়াই ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. আদিল খান জানান, নাজমা বেগম ওই এলাকায় শাক তুলতে গেলে ট্রেন লাইন পারাপারের সময় ঢাকাগামী স্পেশাল-৭ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে থানার এএসআই শাহ আলম এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মির্জাপুর ট্রেন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুল হাসান বলেন।