টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান সুজন খান (৪৮) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার রাত তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক সুজন খান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান রাত তিনটার দিকে মহাসড়কের মা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী লেনে থেমে থাকা একটি ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানটি ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ ধুমড়ে মুছড়ে গিয়ে চালক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মহাসড়কে যানচলাচল বিঘ্নিত হলে যানজটের সৃষ্টি হয়। পরে রেকার দিয়ে মহাসড়ক থেকে বিকল যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত চালকের লাশ কুমুদিনী হাসপাতাল মর্গে রয়েছে। আইনীপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে এসআই আনিছুর রহমান জানিয়েছেন।