হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে টনসিল অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু, কর্তৃপক্ষের গা ঢাকা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

তাসরিফার বাবা পারভেজ আহমেদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে টনসিলের অস্ত্রোপচারের পর এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে মির্জাপুর মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। শিশুটির মৃত্যু হলে হাসপাতালের চিকিৎসক, নার্স ও মালিক গা ঢাকা দেন।

মারা যাওয়া শিশু তাসরিফা আক্তার (৯) দেলদুয়ার উপজেলার পাচুটিয়া গ্রামের পারভেজ মিয়ার মেয়ে।

পারভেজ মিয়া জানান, তিনি ঢাকার ইপিজেড এলাকার একটি কারখানায় মেকানিক পদে চাকরি করেন। শুক্রবার সকালে স্ত্রী পলি আক্তারকে সঙ্গে নিয়ে মেয়ে তাসরিফার টনসিলের চিকিৎসা করাতে মির্জাপুর মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যান। ক্লিনিকের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাসরিফার টনসিলের অস্ত্রোপচারের জন্য ভর্তি করেন। দুপুর পৌনে ২টার দিকে তাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। নাক-কান-গলা রোগের চিকিৎসক মো. মাসুম বিল্লাহ অস্ত্রোপচার করেন। সোয়া ২টার দিকে অস্ত্রোপচার শেষে তাকে অচেতন অবস্থায় শয্যায় নেওয়া হয়। এ সময় চিকিৎসক জানান, অস্ত্রোপচার সফল হয়েছে।

কিছুক্ষণ পর তাসরিফা হাত-পা ছুড়ে ছটফট করতে থাকে। পারভেজ মিয়া নার্স ও চিকিৎসকদের ডাকেন। একজন নার্স এসে বলেন, টনসিল অপারেশনের রোগী ছটফট করে থাকে। এরপরই তাসরিফার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে এবং সে নিথর হয়ে যায়। পরে চিকিৎসক এসে তাকে কুমুদিনী হাসপাতালে পাঠান। কুমুদিনী হাসপাতালের চিকিৎসক জানান, তাসরিফা মারা গেছে।

পরে মৃত শিশু নিয়ে ক্লিনিকে ফিরে গিয়ে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে চিৎকার-চেঁচামেচি করেন বাবা পারভেজ ও মা পলি আক্তার। তখন অস্ত্রোপচারের চিকিৎসক মো. মাসুম বিল্লাহ, নার্সসহ মালিকপক্ষ ক্লিনিক ছেড়ে চলে যান।

শিশুর বাবা পারভেজ মিয়া বলেন, ‘অস্ত্রোপচারের কিছুক্ষণ পর আমার মেয়ে ছটফট করতে থাকে। কিছুক্ষণ পর দেখি, ও নিথর হয়ে গেছে। এরপর ওরা কুমুদিনী হাসপাতালে পাঠায়। সেখানে জানানো হয়, তাসরিফা মারা গেছে। ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।’

শিশুটির মা পলি আক্তার বলেন, ‘আমার মেয়ের কোনো সমস্যা ছিল না। ওরা আমার তরতাজা মেয়েকে মেরে ফেলেছে।’ বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে কি না, জানতে চাইলে অস্ত্রোপচারের চিকিৎসক মো. মাসুম বিল্লাহ মুঠোফোনে বলেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। অ্যানেসথেসিয়ার কারণে মৃত্যু হতে পারে।’ তবে অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ সাইফ আবদুল্লাহ বলেন, ‘এনেসথেসিয়ায় ভুল হলে রোগীর জ্ঞান ফেরে না। কিন্তু অপারেশনের পর রোগীর জ্ঞান ফিরেছিল, এমনকি কথা বলতেও পেরেছে।’

এদিকে, টনসিল অপারেশনে শিশুর মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দিতে ক্লিনিক কর্তৃপক্ষ টাকা দিয়ে সমঝোতার চেষ্টা করছে—এমন অভিযোগও উঠেছে। ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হালিম বলেন, ‘শিশুর বাবার সঙ্গে আপসরফার চেষ্টা চলছে।’

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল