হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের মির্জাপুরে আদালতের নির্দেশে কবর থেকে সুরুজ আলীর লাশ উত্তোলন করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুরে আদালতের নির্দেশে তিন মাস পর কবর থেকে সুরুজ আলীর লাশ উত্তোলন করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের ভাতগ্রাম আউটপাড়া গ্রামে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

জানা গেছে, গত ১৮ জানুয়ারি জমি নিয়ে বিরোধে আউটপাড়া গ্রামে ভাতিজাদের পিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে চাচা সুরুজ আলীসহ (৫৫) পাঁচজন আহত হয়। এই ঘটনায় সুরুজ আলী বাদী হয়ে দুই ভাতিজা বিপ্লব ও জয়, তাঁদের মা বিউটি বেগম, দেলোয়ার, দিপুসহ আরও কয়েকজনকে আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন। গুরুতর আহত সুরুজ আলীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় তিন মাস চিকিৎসাধীন থাকার পর গত ৬ এপ্রিল তিনি মারা যান।

মামলার বাদী আহত সুরুজ আলীর মৃত্যুর বিষয়টি তাঁর স্ত্রী হেলেনা বেগম আদালতকে অবহিত করে হত্যা মামলার আবেদন করেন। আদালতের বিচারক অধিকতর তদন্তপূর্বক ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত দেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশে আজ দুপুরে কবর থেকে সুরুজ আলীর লাশ উত্তোলন করা হয়।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, আদালতের নির্দেশে কবর থেকে সুরুজ আলীর লাশ উত্তোলন করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. রুবায়েত আনোয়ার, মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর হাসান উপস্থিত ছিলেন। লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে কনস্টেবল গুলিবিদ্ধ

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু