হোম > সারা দেশ > সিলেট

সিলেটে চা-বাগান থেকে যুবকের লাশ উদ্ধার, হাত খুবলে খেয়েছে বন্য প্রাণী

সিলেট প্রতিনিধি

সিলেট নগরীর একটি চা-বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে মরদেহের পাশ থেকে একটি ছুরি ও রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়েছে।

এ দিকে মরদেহ ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং একটি হাত বন্য প্রাণী খুবলে খেয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে নগরীর পাঠানটুলা গুয়াবাড়ি এলাকার আলী বাহার চা-বাগানের কাটাটিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যক্তির নাম সিতেশ চন্দ গোপ (৪০)। তিনি হবিগঞ্জ সদরের ৮ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামের রাখাল চন্দ গোপের ছেলে।

মরদেহের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন।

তিনি বলেন, ‘নিহতের বড় ভাই গোপেশ চন্দ গোপ লাশের পরিচয় শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি।’

স্থানীয়রা বলছে, মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয়রা চা-বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বিমানবন্দর থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করা হয়।

নিহতের পরিবার ও পুলিশ বলছে, কয়েক দিন আগে সিতেশ চন্দ তাঁর স্ত্রীকে নিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং সেখানে তিনি তাঁর স্ত্রীকে ভর্তি করান। এরপর গত রোববার থেকে সিতেশ নিখোঁজ রয়েছেন। গতকাল সোমবার তাঁর পরিবারের পক্ষ থেকে জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ মঙ্গলবার তাঁর একটি সন্তান জন্মগ্রহণ করে।

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১