হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বরাক নদ দিয়ে বন্যার পানিতে ভেসে এসেছে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ। আজ শনিবার দুপুরে উপজেলার ফরিদপুর গ্রামের পাশে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বিষয়টি নবীগঞ্জ থানার পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে, বরাক নদের মৌলভীবাজার অংশ থেকে মরদেহ ভেসে এসেছে। এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
ডালিম আহমেদ বলেন, ‘মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।’