সিলেটের বিশ্বনাথে বিদ্যুৎ-গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পাঠ্যপুস্তকে বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর পৌর শহরে এই কর্মসূচি পালিত হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশের বিশ্বনাথ উপজেলা শাখার নেতা-কর্মীরা এতে অংশ নেন।
জুমার নামাজের পর পৌর শহরের পুরানবাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়। পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বাসিয়া সেতুর ওপর সমাবেশে মিলিত হয়।
এই কর্মসূচিতে ইসলামি আন্দোলন নেতা মাসুক মিয়া সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আমির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুকুর রহমান শিকদার, সিলেট জেলা ছাত্র আন্দোলন শাখার সভাপতি আরিফুল ইসলাম শামীম, বিশ্বনাথ উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি আব্বাস আলী, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক সাদেক আলী, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মারুফ আলী।