সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলায় বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সোয়া ১০টার দিকে পূর্বপাগলা ইউনিয়নের নোয়াগাও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ছাতক উপজেলার কৈতক গ্রামের লায়েক, হৃদয় ও নাজমুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে ৩ আরোহীর মৃত্যু হয়।
জয়কলস হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।