হোম > সারা দেশ > সুনামগঞ্জ

নৌকা বিদ্যুতায়িত হয়ে হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুতায়িত হওয়া পর্যটকবাহী নৌকা থেকে হাওরে পড়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ ১২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মৃত পর্যটকের নাম জামরুল মিয়া (৪৫)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বারই গ্রামের হারুনুর রশিদের ছেলে। 

আজ শুক্রবার সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদী থেকে পুলিশ, স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা পর্যটকের মরদেহ উদ্ধার করে। 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে টাঙ্গুয়ার হাওর থেকে ঘুরে উপজেলার টেকেরঘাটে যাওয়ার পথে পর্যটকবাহী নৌকাটি তরং শ্রীপুর বাজারে নৌকা নোঙর করার সময় বিদ্যুতের তার স্পর্শ করে। নৌকাটি বিদ্যুতায়িত হয়। তখন পর্যটকেরা তাৎক্ষণিক পানিতে পড়ে সাঁতার কেটে পাড়ে ওঠার চেষ্টা করেন। কেবল জামরুলকে খুঁজে পাওয়া যায়নি। 

আজ সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘনটায় আরও তিন পর্যটক আহত হন। আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতেরা হলেন—জিওন জামল ভুইয়া (২৬), মাঈনুউদ্দিন (২৭), রাজন (২৮)। তাঁরা সবাই ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা। গতকাল সকালে একসঙ্গে ১৭ জন টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসেছিলেন। 

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, সারা রাত খোঁজাখুঁজির পর সকালে তাঁর মরদেহ পাওয়া গেছে।

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার