হোম > সারা দেশ > মৌলভীবাজার

রোজার আগে কমলগঞ্জে পর্যটকদের উপচে পড়া ভিড়

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

কমলগঞ্জে মাধবপুর লেকে ঘুরতে আসা পর্যটক। ছবি: আজকের পত্রিকা

পবিত্র মাহে রমজানের আগে মৌলভীবাজারের কমলগঞ্জে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে সারা দেশ থেকে আগত পর্যটকেরা এসে উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভিড় করছেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, ও সবুজ চা-বাগানে পর্যটকের পদচারণায় মুখরিত। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন পর্যটকেরা।

এ উপজেলায় উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ, হামহাম জলপ্রপাত, বিভিন্ন খাসিয়া পুঞ্জি, শমশেরনগর গলফ মাঠ, শমশেরনগর বিমানবন্দর, সবুজ চা-বাগানসহ অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে।

কমলগঞ্জে মাধবপুর লেকে ঘুরতে আসা পর্যটক। ছবি: আজকের পত্রিকা

উপজেলার মাধবপুর লেকে পরিবার নিয়ে ঘুরতে আশা সাদিক আব্দুলাহ বলেন, পবিত্র রমজানের আগে পরিবার নিয়ে কমলগঞ্জ ঘুরতে এসেছি। এখানে আসলে একসঙ্গে অনেকগুলো পর্যটনকেন্দ্র দেখা যায়। যা অন্য কোনো উপজেলায় পাওয়া যায় না। এই এলাকার পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে হবে। তাহলে আরও অনেক পর্যটক আসবেন।

টুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পুলিশ পরিদর্শক (নি:) মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গলে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য সব সময় টুরিস্ট পুলিশ কাজ করছে। এখানে সারা বছর দেশ বিদেশের পর্যটক ঘুরতে আসেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশের পাশাপাশি কমলগঞ্জ থানা-পুলিশ কাজ করছে। পর্যটকেরা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন এ জন্য আমরা সব সময় কাজ করছি।

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১