হোম > সারা দেশ > সিলেট

বিএনপি ও জামায়াতের সড়ক নাই, সব বাংলাদেশের: পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজ আমাদের কাজ, আর চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিদের কাজ দেশের উন্নয়ন করা। এটাই আমাদের প্রধান কাজ। এই কাজে কোনো ব্যবধান নাই, দলাদলি নাই, কোন্দল নাই। বিএনপি ও জামায়াতেরও সড়ক নাই। সব বাংলাদেশের সড়ক। আওয়ামী লীগের উন্নয়ন ও জনগণ এসব কিছুর মালিক বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

আজ রোববার বেলা ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জের ঘোষগাঁও উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষার্থীরাই এ দেশের মূল শক্তি। আমরা চাই শিক্ষার্থীরা যেন প্রকৃত মানুষ হয়। প্রকৃত মানুষ হল তারা, যারা সত্যবাদী ও পরিশ্রমী। যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে। বাংলা ভাষার প্রতি ভালোবাসা আছে। তাঁরাই এ দেশ পরিচালনা করবে। বাঙালি জাতি একসময় গোলাম ছিল। কার নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছি তা সঠিকভাবে জানতে হবে। কিছু মানুষ এখনো আছে, যারা চায় আবার বিভিন্ন দেশের গোলাম হতে। তাদের কাছ থেকে সাবধানে থাকতে হবে।’ 

জনগণের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে আমি থাকি বা না থাকি সেটি বড় কথা নয়। নৌকা আসবে, আওয়ামী লীগ আসবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে। প্রধানমন্ত্রী, বিশেষ করে গ্রামের উন্নয়নের জন্য, বৃদ্ধ ও নারী-শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন। সেই কাজের অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

ঘোষগাঁও উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রমুখ। 

পরে পরিকল্পনামন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে ৪ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে রাণীগঞ্জের ঘোষগাঁও-টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়ক, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়ক, ইছগাঁও-রাণীগঞ্জ সড়ক ও শিবগঞ্জ-পাইলগাঁও ভায়া রমাপতিপুর গ্রামের সড়কের উদ্বোধন করেন।

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার