হোম > সারা দেশ > সিলেট

মেলায় গিয়ে যুবলীগ নেতার মৃত্যু

সিলেট প্রতিনিধি

সিলেট নগরীর শাহজালাল উপশহরে অনুষ্ঠিত ক্ষুদ্র ও কুটিরশিল্প পণ্যমেলায় গিয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খাদিমনগর ইউনিয়ন যুবলীগের সদস্য মো. সালাউদ্দিনের (৩২) মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপশহরের আই ব্লকের ‘শাহজালাল উপশহর একাডেমি’ সংলগ্ন খেলার মাঠে মাসব্যাপী চলা মেলা গেটের সামনের রাস্তায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান সালাউদ্দিন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

নিহতের চাচা বিলাল হোসেন জানান, বিকেলে সালাউদ্দিন উপশহরের মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আসেন। সন্ধ্যা ৭টার দিকে তাঁর মোবাইল ফোন থেকে পরিবারে ফোন করে পুলিশ জানায়, সালাউদ্দিন মেলার সামনের রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ওসমানী হাসপাতালে গিয়ে মৃত দেখতে পান।

বিলাল হোসেন জানান, চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্‌রোগের কারণে তিনি মারা গেছেন। তাঁর উচ্চরক্তচাপজনিত সমস্যা ছিল।

ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের না করায় কোনো মামলা হয়নি।

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর