হোম > সারা দেশ > সিলেট

মেলায় গিয়ে যুবলীগ নেতার মৃত্যু

সিলেট প্রতিনিধি

সিলেট নগরীর শাহজালাল উপশহরে অনুষ্ঠিত ক্ষুদ্র ও কুটিরশিল্প পণ্যমেলায় গিয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খাদিমনগর ইউনিয়ন যুবলীগের সদস্য মো. সালাউদ্দিনের (৩২) মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপশহরের আই ব্লকের ‘শাহজালাল উপশহর একাডেমি’ সংলগ্ন খেলার মাঠে মাসব্যাপী চলা মেলা গেটের সামনের রাস্তায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান সালাউদ্দিন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

নিহতের চাচা বিলাল হোসেন জানান, বিকেলে সালাউদ্দিন উপশহরের মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আসেন। সন্ধ্যা ৭টার দিকে তাঁর মোবাইল ফোন থেকে পরিবারে ফোন করে পুলিশ জানায়, সালাউদ্দিন মেলার সামনের রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ওসমানী হাসপাতালে গিয়ে মৃত দেখতে পান।

বিলাল হোসেন জানান, চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্‌রোগের কারণে তিনি মারা গেছেন। তাঁর উচ্চরক্তচাপজনিত সমস্যা ছিল।

ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের না করায় কোনো মামলা হয়নি।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের