হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানকে কারাগারে পাঠালেন আদালত

সুনামগঞ্জ প্রতিনিধি

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সকালে সাবেক এই মন্ত্রীকে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ফারহান সাদিক শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাশুক আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনামন্ত্রীকে আদালতে হাজির করা হলে দুই পক্ষের শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাবেক পরিকল্পনামন্ত্রীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, ‘আমরা আদালতকে বোঝানোর চেষ্টা করেছি, ওনার শারীরিক অবস্থা ভালো না। আদালত সবকিছু বিবেচনা করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন।’

আইনজীবী মাশুক আলম আরও বলেন, ‘আজ সংশ্লিষ্ট আদালত না থাকায় সাবেক পরিকল্পনামন্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী তারিখে আমরা তাঁর রিমান্ড চাইব। যাতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার সবকিছু জানা যায়, কাদের পরিকল্পনায় ছাত্রদের হত্যা করা হয়েছে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল করচ বাড়িতে অভিযান চালিয়ে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ