হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্টার ফোরসেলিন কোম্পানির শ্রমিকেরা। আজ শনিবার দুপুরে তাঁরা প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বকেয়া বেতন পরিশোধের দাবিসহ বিভিন্ন দাবিতে কয়েক শ শ্রমিক আজ বেলা দেড়টার দিকে মহাসড়ক অবরোধ করেন। উত্তেজিত শ্রমিদের অবরোধ চলাকালে মহাসড়কে কোনো যান চলাচল করতে দেওয়া হয়নি। তখন রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে প্রচণ্ড গরমের মধ্যে আটকা পড়া গাড়ির যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। 

খবর পেয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, মাধবপুর থানার পরির্দশক (ওসি) আতিকুর রহমাসহ বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক ও কোম্পানির কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ আলোচনা করেন। 

এ সময় শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন, ওভারটাইমসহ বিভিন্ন দাবি জানান। শ্রমিকদের দাবি বাস্তবায়নের আশ্বাসে বিকেল পৌনে ৫টার দিকে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকেরা। এরপর আটকা পড়া যানবাহন চলাচল শুরু হয়।

জয়নাল মিয়া ও জীবন মিয়া নামে দুজন শ্রমিক জানান, বেতন, ওভারটাইম বকেয়া থাকায় শত শত শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন। অনেক শ্রমিক বাসাভাড়া দিতে পারছে না। অতি কষ্টে চলছে তাঁদের জীবন। তাই দাবি আদায়ে বাধ্য হয়ে শ্রমিকদের রাস্তায় নামতে হয়েছে। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২