হোম > সারা দেশ > হবিগঞ্জ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে নবীগঞ্জে চা-শ্রমিকদের মানববন্ধন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে চা-শ্রমিকদের এরিয়ার অর্থ-বোনাস, উৎসব ভাতা ও স্থায়ী বাসস্থান নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কে রোকনপুর বাজারে এ মানববন্ধন করে ইমাম ও বাওয়ানী চা-বাগানের শ্রমিকেরা। 

শ্রমিকদের অভিযোগ, উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম ও বাওয়ানী চা বাগানের ৩৬০ জন শ্রমিকের ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থবছরের এরিয়া অর্থ বাবদ বকেয়া ৮১ লাখ ৫৯ হাজার টাকা, এরিয়া বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার টাকা, চা-বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিলের (পিএফ) ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিক পক্ষ পরিশোধ করছে না। 

এ ছাড়া চা-শ্রমিকদের বাসস্থানের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডাক্তার না থাকায় চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত তাঁরা। গত ২৫ জুন চা-শ্রমিকদের ৭ দফা দাবি বাস্তবায়ন করার জন্য ইমাম টি এস্টেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিতভাবে জানান চা-শ্রমিকেরা। মালিকপক্ষ সাড়া না দেওয়ায় ৩ জুন থেকে কর্মবিরতি পালন করেন তাঁরা। 

এ বিষয়ে চা-শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভাশিষ দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘সব বাগানে চা-শ্রমিকদের দাবি মানা হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত ইমাম ও বাওয়ানী চা-বাগানের শ্রমিকেরা বৈষম্যের শিকার হচ্ছেন। ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে পর্যায়ক্রমে ইউএনও, ডিসি অফিস ঘেরাও করে আমরা কর্মসূচি পালন করব। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকেরা কর্মবিরতি পালন করবেন।’ তিনি দ্রুত মালিকপক্ষকে তাঁদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। 

অন্যদিকে ইমাম টি এস্টেট লিমিটেডের চেয়ারম্যান মাঈন উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘চা-শ্রমিকদের বেতনসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। এরিয়া অর্থ, বোনাস ও পিএফের টাকা দেওয়ার জন্য তাঁরা একটি চিঠি লিখেছেন। আমি বলেছি, ১৫ জুলাই থেকে পর্যায়ক্রমে টাকাগুলো পরিশোধ করা হবে। আশা করছি, তারা কাজে ফিরে যাবেন।’

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা