হোম > সারা দেশ > সিলেট

সিলেটে আবাসিক হোটেলের কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরের লালবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে শাহেদ মোশারফ (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে বন্দরবাজারের লালবাজারে অবস্থিত লাভলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মোশারফ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও মিয়াপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুল করিম সরকার। 

পুলিশ বলছে, শাহেদ মোশারফ লালবাজারে অবস্থিত লাভলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামের একটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে ভাড়ায় থাকতেন। তিনি নগরের বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন। তিনি যক্ষ্মা রোগী এবং তাঁর কাছ থেকে যক্ষ্মা রোগের চিকিৎসার বিভিন্ন কাগজও উদ্ধার করা হয়েছে। 

হোটেল কর্তৃপক্ষ বলছে, শুক্রবার সকাল থেকে তিনি অসুস্থ ছিলেন। পরে তাঁর কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। দুপুরের দিকে পুলিশ গিয়ে হোটেলের ২৫ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘উনি যক্ষ্মা রোগী। হোটেলে ১০০ টাকায় রুম ভাড়া নিয়ে থাকতেন আর ভিক্ষা করতেন। সকালের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুরে মৃত্যুবরণ করেন। পরে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়েছে।’ 

ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি অসুস্থতায় মারা গেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।’ 

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত