হোম > সারা দেশ > সিলেট

সিলেট বিএনপির অবস্থান কর্মসূচির অনুমতি বাতিল করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট জেলা ও মহানগর বিএনপির অবস্থান কর্মসূচির অনুমতি বাতিল করে ইনডোরে করার নির্দেশক্রমে অনুরোধ করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি) স্বাক্ষরিত এক আদেশে অনিবার্য কারণবশত এই অনুমতি বাতিল করা হয়। 

রাত ১২টায় এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদিপ দাস আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

এ বিষয়ে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আউটডোরের কর্মসূচি ইনডোরে করবে কীভাবে? স্বাধীনতার মাসে আমাদের শহীদ মিনারে বসতেও দেবে না এটা কেমন কথা। আমরা কর্মসূচি পালন করব।’ 

এসএমপির আদেশে বলা হয়েছে, ১ এপ্রিল বেলা ২টা থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও চন্ডিপুলস্থ কুশিয়ারা সেন্টার সংলগ্ন মার্কেটের সম্মুখে অবস্থান কর্মসূচির আবেদন শর্ত সাপেক্ষে অনুমতি প্রদান করা হয়। অনিবার্য কারণবশত উক্ত অনুমতি বাতিল করা হলো। কর্মসূচি যেকোনো ইনডোর প্রতিষ্ঠানে করার জন্য অনুরোধসহ নির্দেশ প্রদান করা হলো। 

আদেশটি এসএমপির উপ-কমিশনার (উত্তর/দক্ষিণ/ট্রাফিক) ও কোতোয়ালি মডেল/দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জদের পাঠানো হয়েছে। এছাড়াও এসএমপি পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনারকেও (সদর প্রশাসন/ক্রাইম অ্যান্ড অপস) জানানো হয়েছে। 

এর আগে শুক্রবার বেলা ২টার দিকে পুলিশ প্যান্ডেল নির্মাণে বাধা দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা-কর্মীরা। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, গত ২৭ মার্চ এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তারা এতদিন কিছু বলেনি। কর্মসূচির আগের দিন বলছে, এখানে অনুষ্ঠান করা যাবে না। স্বাধীনতার মাসে শহীদ মিনারে ঢুকতে দিচ্ছে না, এটা অন্যায়। পুলিশ বাধা দিতে চাইলে আগে দিতে পারত, কর্মসূচির আগের দিন মেনে নেওয়া যায় না। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সিটিএসবি অ্যান্ড মিডিয়া) সুদীপ দাস বলেন, বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় শহীদ মিনার বা খোলা জায়গায় কর্মসূচি করার অনুমতি নেই। রোজার মাস সার্বিক বিবেচনায় তারা চাইলে কোনো ইনডোরে এই কর্মসূচির আয়োজন করতে পারে।

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস