হোম > সারা দেশ > সিলেট

সিলেটে এক কেন্দ্রে ৪০ মিনিট ভোট গ্রহণ স্থগিত 

সিলেট প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজারে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে প্রশাসন। ঘটনার ৪০ মিনিট পরে ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় ৫ জনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউপএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী শামীম। তিনি জানান, ওই কেন্দ্রে ৪০ মিনিটের মতো ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। পরে রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা মিলে আবার ভোটগ্রহণ চালু করেছেন। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। কোনো প্রার্থীর সমর্থকেরা ঘটনা ঘটিয়েছেন তা তিনি জানাতে পারেননি।

জানা গেছে, বিয়ানীবাজারের শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েকজন যুবক জাল ভোট দেওয়ার চেষ্টা করেন ও কিছু ব্যালট পেপার ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করে ও পাঁচজনকে আটক করে। তবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের ওপর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটকদের পরিচয় আপাতত আমার জানা নেই। নির্বাচনের ডিউটিতে বাইরে থাকায় পরে জানাতে পারব।’

উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২১ জন প্রার্থী রয়েছেন।

সিলেটে নভেম্বরে সড়কে ঝরল ২৫ প্রাণ

প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ৪৬, নেই নারী প্রার্থী

সিলেটে জুয়া খেলার সময় আটক ১২

সিলেটে রাত সাড়ে ৯টার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সিলেটে কর্মবিরতিতে শিক্ষকেরা, বার্ষিক পরীক্ষা স্থগিত

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

৬০ ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স নয়: বিআরটিএ চেয়ারম্যান

চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জৈন্তাপুরে ১৮২টি ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ২