হোম > সারা দেশ > সিলেট

বিজনা নদীতে পোলো বাওয়া উৎসবে মানুষের ঢল

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 

প্রতিবছরের মতো এবারও নবীগঞ্জের বিজনা নদীতে পোলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিজনা নদীতে অনুষ্ঠিত হয়েছে পোলো বাওয়া উৎসব। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের বিজনা নদীতে পাঁচটি গ্রামের উদ্যোগে এই উৎসব হয়।

এতে পানিউমদা ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ পাশের ইউনিয়নের অন্যান্য গ্রাম থেকে আগত নানা বয়সের কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তাঁদের হইহুল্লোড়ে অন্যর কম আমেজ সৃষ্টি হয়।

দীর্ঘ দুই-তিন ঘণ্টা মাছ ধরা শেষে একে একে উঠে আসেন তারা। সবার হাতে ছিল নানা ধরনের দেশীয় মাছ। কারও হাতে ছিল বড় বোয়াল, কারও হাতে কাতলা, শোল কিংবা রুই মাছ। আর জাল দিয়ে শিশুরা শিকার করে টেংরা-পুঁটিসহ ছোট মাছ।

পানিউমদা গ্রামের মো. আশরাফুল ইসলাম বলেন, ‘ছোটবেলায় দেখতাম অনেক বড় করে এই পোলো উৎসব অনুষ্ঠিত হতো। কিন্তু এখন আর আগের মতো হয় না। তারপরও গ্রামবাংলার প্রাচীন এ সংস্কৃতিকে ধরে রাখতে পোলো বাওয়া উৎসবের এমন আয়োজন সত্যি প্রশংসনীয়, এই উদ্যোগ যেন অব্যাহত থাকে।’

ভরগাঁও গ্রামের শামীম আহমেদ মহসিন বলেন, ‘আমাদের শতবছরের পুরোনো ঐহিত্য পোলো বাওয়া উৎসব। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ পোলো বাওয়াকে উৎসব হিসেবে মনে করে অংশগ্রহণ করে আসছেন। প্রতিবছর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নানা বয়সের মানুষের সঙ্গে আমিও পোলো বাওয়ায় অংশগ্রহণ করি।’

মহিবুল হাসান মামুন বলেন, ‘দীর্ঘদিন ধরে বিজনা নদীতে পোলো বাওয়া উৎসব হয়ে আসছে, এটি আমাদের প্রাচীন সংস্কৃতি, পোলো বাওয়া উৎসব যাতে অব্যাহত থাকে, সে প্রত্যাশা রইল।’

পানিউমদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইজাজুর রহমান বলেন, একটা সময় শুষ্ক মৌসুমে হাওর ও বিলের পানি শুকিয়ে আসত, গ্রামের মানুষ তখন দল বেঁধে পোলো ও ঠেলা জাল দিয়ে মাছ ধরার উৎসবে মেতে উঠতেন। পুরোনো সংস্কৃতিকে ধরে রাখতে পাঁচ গ্রামের উদ্যোগে প্রতিবছর পোলো পাওয়া উৎসব অনুষ্ঠিত হয়, মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত