হোম > সারা দেশ > সিলেট

ওসমানীতে ছাত্রাবাস দখল ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

সিলেট প্রতিনিধি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ডা. শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসের দখল ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে রিকাবীবাজার এলাকার ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রাবাসসহ রিকাবীবাজার এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এরপর থেকে বিপুলসংখ্যক পুলিশ ওই এলাকায় মোতায়েন করা হয়। 

জানা যায়, ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিপক্ষকে ছাত্রশিবির বলে দাবি করেছেন। তবে পুলিশ বলছে, হলে থাকার আসন, আধিপত্য বিস্তার নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তাঁদের কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর রিকাবীবাজারে স্টেডিয়াম মার্কেটের বিপরীতে ছাত্রাবাসের বাইরে অবস্থান করছিলেন অর্ধশতাধিক শিক্ষার্থী। ভেতরে অবস্থান করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর কিছু সময় পর ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে রিকাবীবাজার মোড়ের দিকে গেলে বাইরে অবস্থানরতরা ফের ছাত্রাবাসের ভেতরে প্রবেশ করেন। 

ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক অভিযোগ করে বলেন, ঐতিহ্য সাংস্কৃতিক পরিষদ নামের একটি সংগঠন রয়েছে, যা ছাত্রশিবির দ্বারা নিয়ন্ত্রিত। ছাত্রাবাসের ‘বি’ ব্লকে তাঁদের প্রায় ৪০ জন কর্মী থাকেন। তিন দিন আগে ওই ব্লক থেকে একটি রামদা উদ্ধার করা হয়, যা নিয়ে গতকাল রাত ১০টার দিকে ওই ব্লকে অবস্থানরতদের জিজ্ঞাসা করতে গেলে ছাত্রশিবির বহিরাগত কর্মীদের নিয়ে ছাত্রলীগের ওপর হামলা চালায়। মোট আটটি ব্লকে তিন শতাধিক শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ‘বি’ ব্লকে ছাত্রশিবিরের ৪০ জন কর্মী অবস্থান করেন। 

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, হলে থাকা দুই দল শিক্ষার্থীর মধ্যে আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। এরই জেরে গতকাল রাতে ছাত্রাবাসে আধিপত্য বিস্তার নিয়ে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাত্রাবাস এলাকায় এখনো পুলিশ মোতায়েন রয়েছে। 

ছাত্রাবাসে সংঘর্ষে জড়ানো ছাত্রদের রাজনৈতিক পরিচয় নিয়ে উপকমিশনার বলেন, একটি দলের মতাদর্শের ছাত্ররা দাবি করছেন যে প্রতিপক্ষরা ছাত্রশিবির। এ ধরনের ঘটনায় ফায়দা নিতে অনেক সময় এ রকম দাবি করা হয়। তবে তাঁদের কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি। 

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস