হোম > সারা দেশ > সিলেট

ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি আহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর সীমান্তের ১ হাজার ২৮৬ নম্বর মেইন পিলার থেকে আনুমানিক ৬০০ গজ ভারতের অভ্যন্তরে হেওয়াই বস্কি নামক স্থানে এক বাংলাদেশি যুবক ঢুকে পড়েন। এরপর ভারতীয় খাসিয়ারা ৭-৮টি গুলি ছোড়ে। এতে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হন। আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে। 

আহত ওই যুবকের নাম মো. ইমন আলী (২৫)। তিনি জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল গ্রামের মো. রমজান আলীর ছেলে। 

স্থানীয় লোকজন জানান, গুলি খেয়ে আহতাবস্থায় ইমন পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন ৷ স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

স্থানীয় লোকজন বলছেন, সম্প্রতি ঘিলাতৈল, টিপরাখলা, ফুলবাড়ী, কমলাবাড়ী এবং গোয়াবাড়ী এলাকা দিয়ে চোরাকারবারি চক্রের সদস্যরা দিন কিংবা রাতে ভারতীয় গরু-মহিষ বাংলাদেশে নিয়ে আসে ৷ এ জন্য ভারতীয় খাসিয়াদের সুপারিবাগানের ক্ষতি হয় ৷ এ জন্য ভারতীয় খাসিয়ারা ক্ষিপ্ত হয়ে অনেক সময় তাদের ফসল রক্ষা করতে বাংলাদেশিদের ওপর গুলি ছোড়ে। 

আহত ইমনের বাবা রমজান আলী ছেলের গুলি লাগার বিষয়টি স্বীকার করেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। 

জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো তথ্য তাদের জানা নেই বলে জানায়। এ বিষয়ে তাদের কেউ কিছু জানায়নি বলে জানানো হয়৷ 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘লোকমুখে খবর পেয়েছি ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি এক নাগরিক আহত হয়েছে৷ এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’ 

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত