সিলেটের জৈন্তাপুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার মিনাটিলা বিওপির সীমান্তবর্তী এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।