হোম > সারা দেশ > সিলেট

মদ তৈরি ও বিক্রি করবে না, রবিদাস পরিবারের প্রতিশ্রুতি নিল পুলিশ

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাদাঘাট ইউনিয়নের কামরাবন্দ গ্রামে ২০ / ৩০টি রবিদাস পরিবারের বাস। তাঁদের অন্যতম পেশা চোলাই মদ তৈরি। বাড়িতে নারীরা চোলাই মদ তৈরি করেন। আর পুরুষেরা বাজারে যখন যে কাজ পান করেন। এ দিয়েই তাঁদের সংসার কোনো রকমে চলে। করোনার মধ্যে ঘরের বাইরের কাজ প্রায় বন্ধ।

এর মধ্যে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দেশীয় চোলাই মদ উৎপাদনকারী এই রবিদাস পরিবারের সঙ্গে সচেতনতামূলক সভা করেছে পুলিশ। 

আজ শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়িতে এ সভার আয়োজন করেন বিট পুলিশ কর্মকর্তা ও ফাঁড়ি ক্যাম্প ইনচার্জ জয়নাল আবেদীন। 

কামরাবন্দ গ্রামের কয়েকটি রবি দাস পরিবারের নারী ও পুরুষ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। এ সময় মাদকের ভয়াবহতা সম্পর্কে তাঁদের অবহিত করে পুলিশ। সভায় তাঁরা অঙ্গীকার করেন, এখন থেকে আর মদ তৈরি ও বিক্রি করবেন না। বিকল্প জীবিকার জন্য এই পরিবারগুলোকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সহায়তা করারও আশ্বাস দেয় পুলিশ।

দেশীয় চোলাই মদ তৈরি ও বিক্রি না করতে রবিদাস পরিবারের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। সবাইকে নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতন হতে হবে। আপনি দেশকে বাঁচান এবং পরিবারকে মাদক মুক্ত রাখুন।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা