বাহুবলে কর্মরত অবস্থায় জীবন চন্দ্র দাস (৫০) নামের এক কলেজ কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলেজে কর্মরত অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
জীবন চন্দ্র উপজেলার আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রতিষ্ঠা থেকে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তিনি হবিগঞ্জ সদরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা নিবারণ চন্দ্র দাশের পুত্র।
এ প্রসঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান জানান, বিকেল থেকে জীবন চন্দ্র দাস অফিসের কাজে ব্যস্ত ছিলেন। কাজের একপর্যায়ে সন্ধ্যার দিকে হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান। তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জীবন চন্দ্র দাস স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।