হোম > সারা দেশ > সিলেট

সিলেটে এনসিপির ইফতার মাহফিলে নেতা-কর্মীদের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি। ছবি: সংগৃহীত

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিকেরা ছবি তুলতে ও ভিডিও করতে গেলে অসদাচরণ এবং ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকেরা ইফতার অনুষ্ঠান বর্জন করেন।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় সিলেট নগরের বালুচর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শান্ত নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ঠিক ৭-৮ মিনিট আগে মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। এ সময় মঞ্চের সামনের আসন ইস্যু ও বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে নেতা-কর্মীরা হাতাহাতিতে জড়ান। তখন ভিডিও চিত্র ধারণকালে কয়েকটি মিডিয়ার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সাংবাদিকেরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে তাঁরা তেড়ে আসেন।

পরে সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে নেতা-কর্মীরা সরে গেলেও ইফতারে অংশগ্রহণ না করেই সাংবাদিকদের বড় একটি অংশ কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে আসেন। পরে তাঁরা সেন্টার-সংলগ্ন রাস্তার পাশের একটি ছোট রেস্তোরাঁয় ইফতার করেন। এ ছাড়া ছাত্রদের একটি পক্ষ ইফতার না করে বেরিয়ে বাইরে গিয়ে বিক্ষোভ করে দলের নেতা-কর্মীদের গালিগালাজ করেন। ইফতার-পরবর্তী সময়ে নেতা-কর্মীরা আবারও মারামারিতে জড়িয়ে পড়েন।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রের বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করছেন। তাঁর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি। আমরা মনে করি, এটা শিষ্টাচারবহির্ভূত।’

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি। ছবি: সংগৃহীত

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম করে উচ্ছৃঙ্খল মানুষ হট্টগোলের চেষ্টা করে। মেহমান সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করে। এটার দায় এড়াতে পারি না। জুলাই বিপ্লবকে পুঁজি করে যারা শক্তি প্রদর্শন ও অন্যায় সুযোগ নিতে চায়, তাদের কোনো স্থান এনসিপিতে হবে না। তা ছাড়া যারা ছাত্র, তারা পড়াশোনা শেষ করে এনসিপিতে যোগদান করতে পারবে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে কোনো প্ল্যাটফর্ম নেই।’

সিলেটে নভেম্বরে সড়কে ঝরল ২৫ প্রাণ

প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ৪৬, নেই নারী প্রার্থী

সিলেটে জুয়া খেলার সময় আটক ১২

সিলেটে রাত সাড়ে ৯টার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সিলেটে কর্মবিরতিতে শিক্ষকেরা, বার্ষিক পরীক্ষা স্থগিত

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

৬০ ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স নয়: বিআরটিএ চেয়ারম্যান

চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জৈন্তাপুরে ১৮২টি ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ২