সুনামগঞ্জের জগন্নাথপুরে বাক্প্রতিবন্ধী নারীকে (৩৪) ধর্ষণচেষ্টার অভিযোগে সাদ্দাম হোসেন (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আজ সকালে মামলা দায়ের হওয়ার পর সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সাদ্দাম হোসেনের বাড়ি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে। তাঁর বিরুদ্ধে আজ সকালে প্রতিবন্ধী নারীর ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় ধর্ষণের চেষ্টার এই মামলা দায়ের করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে বাড়ির পাশে বিল থেকে হাঁস নিয়ে বাড়ি ফেরার পথে সাদ্দাম হোসেন এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এলে সাদ্দাম হোসেন পালিয়ে যান।
ওই ঘটনার পর আজ সকালে প্রতিবন্ধী নারীর ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেন।