হোম > সারা দেশ > সিলেট

সিলেট কারাগারে কয়েদির ঝুলন্ত মরদেহ, ৩ কারারক্ষী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট কেন্দ্রীয় কারাগারে দুই বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কর্তব্যরত সহকারী প্রধান রক্ষী ও দুজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।

আজ সোমবার বেলা ১টার দিকে সিলেট শহরতলীর বাদাঘাট এলাকার কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।

নিহত ওই কয়েদির নাম মো. ইউনুস আলী (২২)। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. ছগির মিয়া।

তিনি বলেন, ‘একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত মো. ইউনুস আলী প্রায় ছয় মাস ধরে কারাগারে ছিলেন। তিনি ‘‘সিজোফ্রেনিয়া’’ রোগে আক্রান্ত। সোমবার কারাগারের অভ্যন্তরের একটি ওয়ার্ডে ইউনুস আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।’

কারা পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘প্রাথমিকভাবে নিহত ব্যক্তি নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় কারাগারে দায়িত্বে অবহেলার অভিযোগে কর্তব্যরত সহকারী প্রধান রক্ষী ও দুজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আগামীকাল মঙ্গলবার নিহতের মরদেহ ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে নিহতের স্ত্রী হারিসা বেগম আজকের পত্রিকাকে জানান, সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বেলা ১টার দিকে তাঁর স্বামীর নিহতের খবর পেয়ে চাচাসহ কারাগারে গেছেন।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ