নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে আলী হোসেন (৩৫) নামের এক অটোরিকশাচালকের ট্রেনে কাটা পড়া দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে শহরতলির লালমাটিয়ায় এ ঘটনা ঘটে। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার পশ্চিম বিলেরবন গ্রামের আব্দুল খালেকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম। তিনি বলেন, লালমাটিয়ায় রেললাইনের ওপর দিয়ে একটি ছোট রাস্তা গেছে। আজ বিকেলে রেললাইন ক্রস করে সেই রাস্তা দিয়ে অটোরিকশা নিয়ে তড়িঘড়ি করে যাওয়ার সময় সিলেটগামী সুরমা মেইলের নিচে পড়ে দ্বিখণ্ডিত হয়ে যান আলী হোসেন।