হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুর সীমান্তে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি যুবক নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুর সীমান্তে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে টিপরাখলা-ঘিলাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

যুবক গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

নিহত যুবকের নাম জমির আহমদ (২৫)। জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জৈন্তাপুর সীমান্ত এলাকা দিয়ে দিন রাত ভারতীয় পণ্য সামগ্রী আনতে বাংরাদেশি যুবকরা অনুপ্রবেশ করছে। সেক্ষেত্রে ভারতীয় খাসিয়াদের পান সুপারি জুম নষ্ট হচ্ছে। এ জন্য তাঁরা পাহারা বসান। সীমান্তে পণ্য আনতে গিয়ে জুমের ক্ষতি হওয়ার কারণে খাসিয়ারা গুলি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক আরও জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে একাধিক ছররা গুলির চিহ্ন রয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।

তবে এ বিষয়ে জৈন্তাপুর রাজবাড়ীর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি