হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ভারতীয় ৫৫ বস্তা চিনিসহ গ্রেপ্তার ১ 

সিলেট প্রতিনিধি

সিলেটে ভারতীয় ৫৫ বস্তা চিনিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের ধোপাগুলের কেওয়াছড়া চা-বাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় চিনি বহনের কাজে ব্যবহৃত দুটি পিকআপও জব্দ করা হয়।

আজ বুধবার বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি হলেন—মো. মোরাদ হাসান (১৯)। তিনি গোয়াইনঘাটের বহর গ্রামের মো. জমির উদ্দিনের ছেলে। এ ঘটনায় করা পুলিশের মামলায় মোরাদসহ পলাতক ওই এলাকার রবিউল আলম জুয়েলের ছেলে মো. দিদারুল আলম রাফি (২৮) এবং অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের ধোপাগুলের কেওয়াছড়া চা-বাগান এলাকায় আসা দুটি পিকআপ আটক করে। তল্লাশি চালালে গাড়ি থেকে নেমে তিনজন পালিয়ে যায়। এ সময় একজনকে আটক করে পুলিশ।

ওই দুটি পিকআপ থেকে ৫৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যেখানে প্রতি বস্তা চিনির ওজন ৪৮ কেজি করে মোট ২ হাজার ৬৪০ কেজি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৬ হাজার ৮০০ টাকা। এ সময় চিনি বহনের কাজে ব্যবহৃত পিকআপ দুটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন-

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা