হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়ম প্রমাণিত, চাকরিচ্যুতির দাবি শিক্ষার্থীদের

শাবিপ্রবি প্রতিনিধি 

অভিযুক্ত শিক্ষকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

যোগ্যতা না থাকা সত্ত্বেও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের বিষয়টি প্রমাণিত হয়েছে। অভিযুক্ত শিক্ষক মো. তাজবিউল ইসলামের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।

এ ঘটনায় আজ শনিবার দৈনিক আজকের পত্রিকায় ‘শাবিপ্রবির পিএমই বিভাগ নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

জানা গেছে, আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘মেধার অবমাননা মানি না মানব না’, ‘শিক্ষক নিয়োগে দুর্নীতি চলবে না চলবে না’, ‘ঘুষ নাকি মেধা? মেধা মেধা’, ‘গোলটেবিল না রাজপথ? রাজপথ রাজপথ’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠায় নাই’ ইত্যাদি স্লোগান দেন। মানববন্ধনে বক্তব্য দেন বিভাগটির শিক্ষার্থী আবু বকর সিদ্দিক, জুবায়ের আহমেদ প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, ‘গত বছরের ৬ জুন যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয় তাজবিউল ইসলামকে। বিষয়টি প্রকাশ্যে এলে আমরা নিয়োগের অনিয়ম তদন্তের দাবিতে স্মারকলিপি দিই। তদন্ত সাপেক্ষে গত ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের ২৩৫তম সিন্ডিকেট সভায় অভিযোগটি প্রমাণিত হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ বাতিলের পরিবর্তে অভিযুক্ত শিক্ষককে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

তাঁরা বলেন, ‘এই নিয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থীদের সঙ্গে অন্যায় করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত শিক্ষককের নিয়োগ বাতিল করতে হবে এবং পুনরায় যোগ্যতার ভিত্তিতে দিতে হবে। অন্যথায় আমরা ক্লাস পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।’

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব