শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আলমের ওপর ছিনতাইকারীর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসন শিক্ষার্থীদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমাদের শিক্ষার্থীরা বারবার ছিনতাইকারীর হামলার শিকার হয়। অথচ দুষ্কৃতকারীদের কোনো বিচার হচ্ছে না। এতে প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ।
এ সময় সায়মার ওপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা।